Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped




এক নজরে

এক নজরে মাদারীপুর সদর উপজেলা:

১। উপজেলার নাম : মাদারীপুর সদর

২। আয়তন : ২৮৩.১৪ বর্গকিমি (১০৯.৩২ বর্গমাইল)  (সূত্র-জিও কোড হালনাগাদ কার্যক্রম, বিবিএস) ।

৩। সীমানা : মাদারীপুর সদর উপজেলার কেন্দ্র থেকে দক্ষিণে গোপালগঞ্জ, পূর্বে শরীয়তপুর জেলা সদর অবস্থিত। এর উত্তরে শিবচর ও শরীয়তপুরের জাজিরা উপজেলা, দক্ষিণে কালকিনী ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা, পূর্বে শরীয়তপুর সদর উপজেলা এবং পশ্চিমে রাজৈর উপজেলা অবস্থিত।

৪। ইউনিয়নের সংখ্যা ও নাম : ১৫ টি,  শিরখাড়া, বাহাদুরপুর , কুনিয়া , পেয়ারপুর,  ধুরাইল , রাস্তি , পাঁচখোলা, খোয়াজপুর , ঝাউদী , ঘটমাঝি , কেন্দুয়া , মস্তফাপুর, কালিকাপুর, ছিলারচর, দুধখালী । 

৫। পৌরসভার সংখ্যা ও নাম : ০১ টি, মাদারীপুর সদর পৌরসভা।

৬। পৌরসভার ওয়ার্ড সংখ্যা : ০৯ টি।

৭। পৌরসভার মহল্লা সংখ্যা - ৩৪ টি (সূত্র-আদমশুমারি ও গৃহগণনা-২০১১, বিবিএস)।

৮। গ্রামের সংখ্যা-১৮৫ (সূত্র-জিও কোড হালনাগাদ কার্যক্রম,বিবিএস) ।

৯। মৌজার সংখ্যা- ১৪৭ ( জনবসতিপূর্ণ-১০৮, জনবসতিহীন-০৭ টি) (সূত্র-আদমশুমারি ও গৃহগণনা-২০১১, বিবিএস)।

১০।  মোট জনসংখ্যা-,৫৯,৮১২ জন, পুরুষ- ১৭৮২৯০ জন, মহিলা- ১৮১৫২২ জন (সূত্র-আদমশুমারি ও গৃহগণনা-২০১১,বিবিএস)।

১১। জনসংখ্যা বৃদ্ধির হার : ০.৪০

১২। ধর্মভিত্তিক জনসংখ্যা : মুসলিম- জন, হিন্দু- জন,বৌদ্ধ-  জন, খ্রিস্টান- জন,অন্যান্য-  জন।

১৩। পরিবার/খানার সংখ্যা : ৭৪৪৫১

১৪। হাউজহোল্ড সাইজ : ৪.৬৩

১৫। মোট টিউবওয়েল : আর্সেনিকমুক্ত প্রায়-৯৮%

১৬। জনসংখ্যার ঘনত্ব : ১২২১ জন প্রতি বর্গকিলোমিটারে (সূত্র – আদমশুমারি ও গৃহগণনা-২০১১,বিবিএস)

১৭। সংসদীয় আসন-০১ টি (৩২২,মাদারীপুর-২)

১৮। মোট ভোটার :   (পুরুষ- মহিলা-)

১৯। জমির পরিমাণ :- হেক্টর,আবাদি- হেক্টর,আবাদযোগ্য- হেক্টর,ফসলি জমি- হেক্টর।

২০। হাসপাতাল –সরকারি-০১ টি,বেসরকারি-০৭ টি।

২১। পোস্ট অফিস-প্রধান-০১ টি।

২২। শিক্ষা প্রতিষ্ঠান-সরকারি কলেজ-০২টি,বেসরকারি কলেজ-০৪টি,সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়-০১, মোট বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়-,সরকারি প্রাথমিক বিদ্যালয়-১৫২,বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-০২ ,মাদ্রাসা-২২টি,বালিকা বিদ্যালয়-০৬,কওমি মাদ্রাসা-১০ ,প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র-০১,কৃষি প্রশিক্ষণ কেন্দ্র-১০ টি (সূত্র-উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস,সদর, মাদারীপুর)।

২৩। খাদ্য গুদাম-০২টি,মৎস্য খামার-০১ টি,বিসিক শিল্প নগরী-০১ টি (সূত্র-উপজেলা খাদ্য ও মৎস্য অফিস,সদর, মাদারীপুর।)

২৪। শিক্ষার হার: ৫১.১% (পুরুষ-৫৩.৯%,মহিলা-৪৮.৪%) (সূত্র- আদমশুমারি ও গৃহগণনা-২০১১,বিবিএস)।

২৫। হাট-বাজার : ২৮ টি।।

২৬। স্টেডিয়াম :০১ টি ।

২৭ । সিনেমা হল : ০২ টি ।

২৮ । মসজিদ : ৪৮৬ টি।

২৯। মন্দির : ৪৪২ টি ।

৩০। প্যাগোডা : ৪২ ।

৩১ । ব্যাংক : তফসিলী ব্যাংক-২০ টি,শাখা-২৪ টি।

৩২ । বিদ্যুৎ বিতরণ কেন্দ্র : ০২ টি।

৩৩। মুক্তিযোদ্ধার সংখ্যা : ভাতাপ্রাপ্ত-৩৫৯ জন ( সূত্র-উপজেলা সমাজসেবা অফিস,সদর, মাদারীপুর।)।

৩৪ । এনজিও : ১৩১ টি ( সূত্র-উপজেলা সমাজসেবা অফিস,সদর, মাদারীপুর)।

৩৫ । এতিমখানা : ২৭টি ( সূত্র-উপজেলা সমাজসেবা অফিস,সদর, মাদারীপুর)।

৩৬ । পল্লী বিদ্যুৎ সমিতি : ০১ টি (সূত্র-ইউএনও অফিস,সদর, মাদারীপুর)।

৩৭। ফায়ার সার্ভিস : ০১ টি (সূত্র-ইউএনও অফিস,সদর, মাদারীপুর)।

৩৮। দর্শনীয় স্হানসমূহ : 

                            মিঠাপুর জমিদার বাড়ি

                            মঠের বাজার মঠ

                            মাদারীপুর শকুনি দীঘি

                            চরমুগুরিয়া ইকোপার্ক

৩৯ । মোট ব্রিজ-৬১, কালভার্ট-২৭০, স্লুইস গেইট-০৯

৪০। মোট খাল-৩৫ টি,  মৎস্য খামার-১৬৮ টি। 

৪১। প্রধান কৃষিজ ফসল-  ধান, পাট, সরিষা, ডাল, গম, পিঁয়াজ, মিষ্টি আলু ও শাকসবজি ।

প্রচারে- উপজেলা পরিসংখ্যান কার্যালয়, মাদারীপুর সদর, মাদারীপুর।